ডাকাতি মামলায় গ্রেফতার ‘আসামি ছিনিয়ে নিতে’ থানায় হামলা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
নরসিংদী: পুলিশের অভিযানে ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া আসামিদের ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে থানার কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানায় এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, অভিযান চালিয়ে ডাকাতি মামলার একাধিক আসামি গ্রেফতার করা হয়। তাদের ছিনিয়ে নিতে ডাকাতদের দোষররা হামলা চালায়। এছাড়াও দুপুরে নিবন্ধন ছাড়া মোটরসাইকেল আটক করা হয়। আমরা ধারণা করছি, এ দুইটির একটি কারণে হয়তো তারা থানায় হামলা করেছে। বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
সারাবাংলা/এসআর