Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক মাসুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:১৯

সভাপতি কামরুজ্জামান, সম্পাদক মাসুদ। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির প্রতিনিধি মো. কামরুজ্জামানকে সভাপতি ও বাংলাভিশনের মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সময় টিভির আলী আকবর টুটুল, যুগ্ম সম্পাদক এটিএন বাংলার এস এম আমিরুল হক বাবু, অর্থ সম্পাদক চ্যানেল২৪ এর আরিফুল ইসলাম, দফতর ও ক্রীড়া সম্পাদক আরটিভি’র এস এম সাছুর রহমান, আইসিটি ও প্রচার সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অলিপ ঘটক, নির্বাহী সদস্য এনটিভি প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, যমুনা টিভির মো. ইয়ামিন আলী, নিউজ২৪ এর মো. আহসানুল করিম, একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম, গ্লোবাল টিভির মো. সোহেল রানা।

১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর (২০২৬ সালের ৩১ ডিসেম্বর) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এসআর

কমিটি গঠন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট সভাপতি কামরুজ্জামান সম্পাদক মাসুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর