Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির সাদা দলের নেতৃত্বে মোর্শেদ-সালাম-কালাম

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নেতৃত্বে মোর্শেদ-সালাম-কালাম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বোচ্চ ভোটে আহ্বায়ক মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান। আর যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

সাদা দলের গঠনতন্ত্র মোতাবেক, আগামী দুই বছর সাদা দলের দায়িত্ব পালন করবেন তারা। সোমবার (৩০ ডিসেম্বর) সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সাদা দলের এক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহবায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিত ভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত গত ৫ই ডিসেম্বর তারিদের মধ্যে ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ই ডিসেম্বর তারিখের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহবায়ক হিসেবে প্রস্তাব করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম চারটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহবায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম সাতটি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম চারটি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ মুস্তাফিজুর রহমানের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন

যুগ্ম-আহবায়ক (উত্তর) হিসেবে ফারসি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নাম সাতটি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলামের নাম চারটি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক হিসেবে ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক হিসেবে ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে চূড়ান্ত করে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় মোর্শেদ-সালাম-কালাম সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর