সচিবালয় থেকে সেনা সদস্যদের প্রত্যাহার, চলবে টহল
৩০ ডিসেম্বর ২০২৪ ২২:০৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:১০
ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয় বলে একটি সূত্রে জানা গেছে। এখন থেকে তারা আর সচিবালয়ের ভেতরে নিয়মিত ডিউটি করবেন না।
কী কারণে সচিবালয় থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলমান থাকবে। সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কখন কখন টহল দেবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।
এদিকে সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও বদলি করা হয়েছে। তাকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে উপপুলিশ কমিশনার (সচিবালয়- নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনটির চারটি ফ্লোরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ভবনটির এই ফ্লোরগুলোতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল।
সারাবাংলা/জেআর/পিটিএম