মেলবোর্নের জয়ই কামিন্সের ক্যারিয়ারের ‘সেরা’
৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৪২
পার্থে সিরিজের প্রথম টেস্ট হেরে বড় ধাক্কা খেয়েছিলেন তারা। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে অবশ্য দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৫ম দিনে এসে ভারতকে ১৮৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছেন প্যাট কামিন্সরা। দুর্দান্ত এই জয়ের পর অজি অধিনায়ক কামিন্স বলছেন, এটা তার ক্যারিয়ারের ‘সেরা’ টেস্ট জয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো ফলাফলের বিকল্প ছিল না অজিদের সামনে। পার্থের হার সেই স্বপ্নে বড় ধাক্কাই দিয়েছিল। তবে অ্যাডিলেড টেস্টে জয় দিয়ে সিরিজে সমতা ফেরায় অজিরা। ব্রিসবেনে পরের টেস্ট ড্র হলে সমতা বজায় থাকে। মেলবোর্নে লড়াইটা গিয়েছিল শেষ দিন পর্যন্ত। ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে বলে মনে হলেও শেষ সেশনের বোলিং তোপে ভারতকে লণ্ডভণ্ড করে দিয়ে বড় জয়েই সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথেও একধাপ এগিয়ে গেলেন কামিন্সরা।
৩৫ রানের মাঝে ভারতের শেষ ৬ উইকেট তুলে দিয়ে জয় পায় অজিরা। ম্যাচ জয়ের পর অজিদের উল্লাস ছিল দেখার মতো। কামিন্স বলছেন, এটা তার ক্যারিয়ারের সেরা টেস্ট জয়, ‘সবকিছু আমলে নিলে আমি নিজের ক্যারিয়ারে যত টেস্টে মাঠে নেমেছি, এটাই সেরা। মাঠে ৮০ হাজারের উপরের দর্শক ছিল। আমরা ম্যাচের পুরোটা সময়ই এগিয়ে ছিলাম। জয়ের পর উল্লাসটাও তাই বেশি ছিল। এজবাস্টনের টেস্ট জয়টা দারুণ ছিল, কিন্তু মেলবোর্নের এটাই সবার উপরে। এটা অবিশ্বাস্য এক জয় ছিল।’
৫ম দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি ভারত। তৃতীয় সেশনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। বোলারদের ধৈর্য ও দৃঢ়তায় মুগ্ধ কামিন্স, ‘আমরা জানতাম না ভারতের পরিকল্পনা আসলে কি। তারা ড্র চাইছিল না জয়, সেটাও বুঝতে পারছিলাম না। তবে আমরা কখনোই তাদের চড়াও হওয়ার সুযোগ দেইনি। উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না। তবুও আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে।’
সিরিজের শেষ টেস্টে ৩ জানুয়ারি মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এফএম