আসছে তীব্র শৈত্যপ্রবাহ
৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১০
ঢাকা: বছরের শুরুতেই দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর জানুয়ারির শেষ দিকে বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ফেব্রুয়ারিতে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে আগামী দুই মাস প্রকৃতি যে শান্ত থাকছে না তা বোঝা যাচ্ছে।
এদিকে রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রাও খানিকটা কমতে শুরু করেছে। যা আগামী তিন দিন বাদে আরও অন্তত দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়ার ত্রৈমাসিক পূর্বাভাস পর্যালোচনা করে দেখা গেছে, ডিসেম্বর মাসের শেষ দিকে অর্থাৎ এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। জানুয়ারিতে দেশে ৩ থেকে ৮ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপামাত্রা নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরমধ্যে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে এরমধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩ থেকে চারটি তীব্র শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
এছাড়া দুই মাস জুড়েই শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘণ কুয়াশা এবং অন্যত্র হালকা, মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। আর ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।
তবে আজ মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর বছরের শুরুর দিন বুধবার (১ জানুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ে ক্রমেই তাপমাত্রা কমতে থাকবে। আবার বাড়বে। পুরো শীতকালটা এমনই থাকতে। তবে আজ কাল পরশুর মধ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাবাংলা/জেআর/ইআ