১৪২৭ রানে জিম্বাবুয়ে-আফগানিস্থান টেস্টে ইতিহাস
৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯
নিজেদের ইতিহাসের প্রথম বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল আফগানিস্থান। বুলাওয়োতে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে-আফগানিস্থান ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখেছে রানবন্যা। ৫ দিনে ৩ ইনিংসে এই ম্যাচ দেখেছে রেকর্ডসংখ্যক রান। ১৪২৭ রানের এই ম্যাচে দুই দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ।
বক্সিং ডে টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। দেশের মাটিতে হওয়ার ঐতিহাসিক এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রেকর্ড ৫৮৬ রানের স্কোর দাড় করায় জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই জিম্বাবুয়ের সর্বোচ্চ রান।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের স্কোরকেও ছাড়িয়ে গেছে আফগানরা। রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদির জোড়া ডাবল সেঞ্চুরিতে বিশাল স্কোরের ভিত গড়ে আফগানরা। শহিদির ২৪৬ রানের ইনিংসই আফগানদের হয়ে টেস্টে সর্বোচ্চ স্কোর। রহমত-শহিদির ৩৬৪ রানের জুটি যেকোনো উইকেটে আফগানদের হয়ে সর্বোচ্চ। জোড়া ডাবল সেঞ্চুরির সাথে আফসার জাজাইয়ের সেঞ্চুরির সুবাদে বিশাল স্কোর দাড় করায় আফগানরা, অল্পের জন্য ছুঁতে পারেনি ৭০০ রানের মাইলফলক। ৬৯৯ রানেই থামে আফগানদের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ৪ উইকেটে ১৪২ রান তুলেছে জিম্বাবুয়ে। বৃষ্টিবিঘ্নিত শেষ দুই দিনে অবশেষে ম্যাড়ম্যাড়ে ড্র হয়েছে বুলাওয়ো টেস্ট। ৩ ইনিংস মিলিয়ে এই টেস্টে রান হয়েছে ১৮২৭ রান। দুই দেশের টেস্ট ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
৫ দিনের টেস্টের ইতিহাসে এক টেস্টে সর্বোচ্চ রানের ঘটনা ২০২২ সালের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টে মোট রান উঠেছিল ১৭৬৮। ১৯৩৯ সালের টাইমলেস টেস্টের যুগে ডারবানে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে রান উঠেছিল ১৯৮১।
সারাবাংলা/এফএম