Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার গ্যাস থাকবে না রাজধানীর যে সকল এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১১:১২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

তিতাস গ্যাস।

ঢাকা: বুধবার (১ জানুয়ারি) ঢাকার পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রাবাদ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যে কারণে কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছে রাজধানী ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

সারাবাংলা/জেআর/ইআ

গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস

বিজ্ঞাপন

উষ্ণতার জন্য | ছবি
৩ জানুয়ারি ২০২৫ ০৮:৪০

নতুন বইয়ের ঘ্রাণ
৩ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর