Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন: নেতাকর্মীদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১২:২০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সম্মেলনে যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মীদের। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের  কর্মীরা  অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আলী রায়হানের বাবা এ সম্মেলন উদ্বোধন করেন। এ সময় আরও কয়েকজন শহিদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় সাড়ে ছয় হাজার সদস্য শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে যুক্ত হয়েছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এ কারণে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবার দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন হবে।

সারাবাংলা/জিএস/ইআ

ছাত্রশিবির সম্মেলন

বিজ্ঞাপন

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭
৩ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর