Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেদন জমা দেয়নি কোনো সংস্কার কমিশন, বাড়তি সময় প্রদান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১২:৫২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:২১

ঢাকা: রাষ্ট্র সংস্কারে গঠিত সংবিধান সংস্কার কমিশনসহ যে ছয়টি কমিশন গঠন করেছে অন্তবর্তী সরকার, সেগুলোর একটিও সুপারিশ প্রতিবেদন জমা দেয়নি। কমিশনগুলোকে বেঁধে দেওয়া সময় আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। তবে ইতোপূর্বে  নির্বাচন সংস্কার কমিশন জানিয়েছে যে, তারা ৩ জানুয়ারি এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তবর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহম্মদ ইউনূস। দায়িত্বভার নেয়ার পর অন্তবর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হচ্ছে- সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এই কমিশনগুলোকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত কোনো কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন জমা দেয়নি প্রধান উপদেষ্টার কাছে।

এদিকে মন্ত্রপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এরমধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

বিজ্ঞাপন

সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে।

এর আগে, ২৪ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত একটি সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে।

সারাবাংলা/জেআর/ইআ

অন্তবর্তীকালীন সরকার প্রতিবেদন জমা সংবিধান সংস্কার কমিশন

বিজ্ঞাপন

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭
৩ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর