মার্কিন ট্রেজারি বিভাগ হ্যাক করল চীনা হ্যাকার
৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:০১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬
মার্কিন ট্রেজারি বিভাগ চীন রাষ্ট্র-সমর্থিত একটি হ্যাকার গ্রুপের দ্বারা সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে বিভাগটির কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হ্যাকাররা কর্মীদের ওয়ার্কস্টেশন এবং কিছু অপ্রকাশিত নথি হ্যাক করেছে।
ট্রেজারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বরের শুরুর দিকে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে এবং এটিকে বড় সাইবার নিরাপত্তা ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চীনের হ্যাকাররা একটি তৃতীয় পক্ষের সহায়তার মাধ্যমেই এই হ্যাক করেছে। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম বিয়ন্ডট্রাস্ট, যা কর্মীদের দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানটি বর্তমানে অফলাইনে রয়েছে।
ট্রেজারি বিভাগ এই ঘটনার প্রভাব মূল্যায়ন করতে এফবিআই, সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) এবং তৃতীয় পক্ষের ফরেনসিক তদন্তকারীদের সঙ্গে কাজ করছে।
সেই সাথে ঘটনার তদন্ত চলছে, এবং ৩০ দিনের মধ্যে আইন প্রণেতাদের কাছে একটি পরিপূরক প্রতিবেদন জমা দেওয়া হবে।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন অভিযোগ বলে অভিহিত করেছেন।
সারাবাংলা/এনজে