Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮

ঢাকা: আগামী ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা সুন্দর, সুষ্ঠু, সুশৃংখল ও নির্ভিঘ্নে পালনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন হজ এজেন্সি মালিকেরা। হজ ব্যবস্থাপনার স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সি মালিকগণের পক্ষে সৈয়দ গোলাম সরোয়ার ১২ দফা দাবি পেশ করেন।

বিজ্ঞাপন

দাবিগুলো হলো-

১. অল্লাহর মেহমানদের খেদমতে ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে বাংলাদেশের অধিকাংশ হাজীরা বয়স্ক অবস্থায় হজ পালনে যান। তাদের সেবাদানের জন্য এজেন্সি থেকে ১০০ কোটা নির্ধারণ করা যৌক্তিক দাবি। সরকারের সর্বশেষ হজনীতি অনুযায়ী এজেন্সী প্রতি সর্বনিম্ন কোটা ১০০ সবোর্চ ৩০০ নির্ধারিত আছে। এ অবস্থায় কোটা ৫০০ নির্ধারণ করা হয়েছে। যা সুশৃংখল ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। তাই কোটা ১০০ করা অন্যথায় গত বছরের ন্যায় ২৫০ করার জোর দাবি পেশ করা হলো। দাবি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টাদের সৌদি হজ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে।

২. প্রতি ৪০ জন হজযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করতে হবে। এতে করে হজযাত্রীর সেবা ও হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও সুন্দর হবে।

৩. আগামী ২০২৫ সালের হজ ব্যবস্থাকে সুষ্ঠু করার লক্ষ্যে হজ ব্যবস্থায় অংশগ্রহণকারী প্রতিটি এজেন্সীকে একটি বারকোড বা মিশন ভিসা প্রদান করতে হবে।

৪. লিড এজেন্সীর মোনাজ্জেমদের জন্য ৬ থেকে ১ বছরের মাল্টিপল ভিসার ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

৫. বিগত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নিবন্ধনের ব্যাংক ভাউচার করা হয়েছিল সেই সমস্ত ভাউচার গ্রহণ করে আগামী বছর ধর্মপ্রাণ মুসলমানদের সুযোগ দিয়ে পবিত্র হজ পালনের সুযোগ করে দেওয়ার দাবি করছি।

৬. মাশায়ের কোম্পানি গ্রহণ করার সময় ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা।

৭. ফাইনাল ফ্লাইট সিডিউল ঘোষণা করা এবং সকল হজযাত্রীদের টিকেট নিশ্চিত করা।

৮. বাড়ি ভাড়াসহ অন্যান্য চুক্তি করার সময় পবিত্র রমজান পর্যন্ত বৃদ্ধি করা।

৯. ভিসা ইস্যুর সময় সর্বশেষ হজ ফ্লাইটের একসপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখা।

১০. ইতোমধ্যে এজেন্সির একাউন্ট হতে সৌদি পর্বের খরচ বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে। অথচ সৌদি পর্বের বিভিন্ন খাতের খরচের হিসাব অফিসিয়ালি এখনো অবহিত করা হয়নি। এ অবস্থায় কিভাবে এজেন্সী বাড়িভাড়া করবে। অনতিবিলম্বে সৌদি পর্বের খরচ অবহিত করা।

১১. লীড এজেন্সি নিয়োগের বিধি সংশোধন করে ‘হাজী যার-দায় তার’ বিধান সংযোজন করা অতীব জরুরি।

১২. মুয়াল্লিমের মাধ্যমে বাড়িভাড়া ও খানা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখা একান্ত প্রয়োজন।

বিরাজমান সমস্যাগুলোর দ্রুত সমাধানে সরকারের সু-দৃষ্টি ও পদক্ষেপ কামনা করা হলো বলে জানানো হয়।

এ ছাড়া সরকার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মালিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এস এম ইব্রাহিম, মাওলানা মাহাবুবুর রহমান, নুরুল আমিন শাহিন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এমপি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হজ এজেন্সি মালিক

বিজ্ঞাপন

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭
৩ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর