Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবি শাখার আহ্বায়ক সাইদ, সদস্য সচিব মারিশা

রাবি করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩

আবু সাইদকে আহ্বায়ক ও মারিশা রহমান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু সাইদকে আহ্বায়ক ও একই বিভাগের মারিশা রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাল হোসেন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালসাবিল ও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন আইন অনুষদের রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, ময়নুল ইসলাম বিপ্লব, সোহাগ সরকার ও আজিম।

এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন একই অনুষদের তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, রাজিন সালেহ, মাহরুফ ইসলাম, মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও খলিদ।

কমিটির বিষয়ে রাবি শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আবু সাঈদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, আইন ছাত্র ফোরাম জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে কাজ করে যাবে। আমরা প্রাসঙ্গিক কাজের মাধ্যমে এ সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর