Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ঢালাইয়ের নিচে নারীর মরদেহ, উদ্ধারে অভিযান চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:০০

নারীর মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন তিনতলা ভবনের আরসিসি ঢালাইয়ের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মাণাধীন বহুতল ভবনের নিচ তলার পেছনের অংশের আরসিসি ঢালাই ভাঙার কাজ চলছে।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তাছলিমা আক্তার বাদী হয়ে তার মেয়ে মোসা. সুমাইয়া আক্তারের নিখোঁজ হওয়ায় মামলা দায়ের করেন। মামলায় শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩৮) নাম উল্লেখ করে আরও ৩/৪ জনের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়।

থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ‌র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা আসামিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় গ্রেফতার হওয়া জয়নাল আবেদীন জানান, সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের তিনতলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তরের আরসিসি ঢালাইয়ের নিচে চাপা দিয়ে রেখেছে।

এমন খবরে র‌্যাব-১ সদস্যরা আজ সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোর রুমের মেঝে ভেঙে লাশ উদ্ধারের অভিযান চালাচ্ছে। লাশটি মাটিচাপা দেওয়ার খবরে আশপাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোড়াবাড়ি র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আসামির দেখানো মতো স্থানে লাশ উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাবাংলা/ইআ

উদ্ধার অভিযান গাজীপুর নারীর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর