আন্তর্জাতিক ডেস্ক
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১০:৩০
টাইম ম্যাগাজিনের বাছাই করা ২০২৪ সালের সেরা কিছু ছবি
ছবি সময়ের কথা বলে। স্নেহ, ভালোবাসা থেকে শুরু করে জয়, আনন্দ, অশ্রু, বেদনা, আবেগ, দ্রোহ, যুদ্ধ, সংগ্রাম— আলোকচিত্রীর সুনিপুণ দক্ষতায় সবই উঠে আসে ছবির ক্যানভাসে। উঠে আসে দুর্যোগ, বিপর্যয়।
সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালেও এমন সব মুহূর্তের হাজারও ছবি তুলেছেন আলোকচিত্রীরা। তাদের ক্যামেরায় বন্দি হয়েছে হাজার হাজার ছবি। এর মধ্যে থেকে বিখ্যাত টাইম ম্যাগাজিন বাছাই করেছে ২০২৪ সালের সেরা কিছু ছবি, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিত্র, বিভিন্ন ঘটনা ও বৈচিত্র্য ফুটে উঠেছে।
চলুক, একনজরে দেখে নেওয়া যাক বিদায় নেওয়া বছরটির সেরা কিছু ছবি। তার মাধ্যমেই ঘুরে আসা যাক গত বছরের সেই সব মুহূর্তে।
-
-
৮ ফেব্রুয়ারি, ২০২৪: আইসল্যান্ডের গ্রিন্ডাভিক থেকে লাভা বেরিয়ে সেখানকার প্রধান সড়ক অতিক্রম করে এবং ব্লু লেগুনের দিকে প্রবাহিত হয়। ছবি: মার্কো ডি মার্কো, এপি
-
-
২৩ জানুয়ারি, ২০২৪: ইউক্রেনের খারকিভে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। এতে আহত একজনের চিকিৎসা করছেন দেশটির চিকিৎসা কর্মীরা। ছবি: সোফিয়া গ্যাতিলোভা, রয়টার্স
-
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪: ইসরায়েলি যুদ্ধাস্ত্র দক্ষিণ লেবাননে আঘাত হানে। ৭ অক্টোবরের হামাসের হামলার প্রায় এক বছর পর গাজা উপত্যকায় একটি ধ্বংসাত্মক যুদ্ধের আগুন জ্বলে ওঠে। সে সময় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই যুদ্ধ হয়। ছবি: লিও কোরিয়া, এপি
-
-
১৯ মার্চ, ২০২৪: আবু ধাবির এমিরেটস হিউম্যানিটারিয়ান সিটিতে তোলা ছবিতে কয়েকটি শিশুকে খেলতে দেখা যাচ্ছে। এদিকে ডান দিকে একটি হুইলচেয়ারে বসে আছে তুকা ওসামা ইব্রাহিম। তার বয়স ১২ বছর। ওসামা উত্তর গাজার একজন ফিলিস্তিনি শিশু, যে ইসরায়েলি বিমান হামলায় তার পা হারিয়েছে। ছবি: আমর আলফিকি, রয়টার্স
-
-
৬ মার্চ, ২০২৪: তীব্র বৃষ্টির দিন। চীন থেকে আসা অভিবাসীরা মার্কিন-মেক্সিকো সীমান্ত অতিক্রম করার পরে ক্যাম্পো, ক্যালিফোর্ডে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টায় মগ্ন। ছবি: জন মুর, গেটি ইমেজ
-
-
১৩ জুলাই, ২০২৪: রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় এ দিন। ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে আচ্ছাদিত করে রাখেন। ছবি: আনা মানিমেকার, গেটি ইমেজ
-
-
২৯শে জুলাই, ২০২৪: ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপ তাহিতির তেহুপোতে অনুষ্ঠিত ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে পুরুষদের সার্ফিং প্রতিযোগিতার বিজয়ী ব্রাজিলের গ্যাব্রিয়েল মেডিনা উচ্ছ্বসিত ভঙ্গিতে। গ্যাব্রিয়েল অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সিঙ্গেল ওয়েভ স্কোর অর্জন করেছেন। ছবি: জেরোম ব্রুইলেট, এএফপি/গেটি ইমেজ
-
-
২৫ জুলাই, ২০২৪: ক্যালিফোর্নিয়ার বুটে কাউন্টির কাছে একটি পার্কে আগুন লাগে। সে সময় প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে একটি প্রাণী। ছবি: নোয়াহ বার্গার, এপি
-
-
১৪ জুন, ২০২৪: গাজার দেইর আল-বালাহে আবু আইশা নামে একজনের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর ধ্বংসস্তূপ ও ধূলো থেকে সপরিবারে বেড়িয়ে আসছেন তারা। ছবি: আলী জাদাল্লাহ, আনাদোলু/গেটি ইমেজ
সারাবাংলা/এসডব্লিউ/টিআর
ছবি
টাইম ম্যাগাজিন
বছরের সেরা ছবি