Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে বাল্কহেড

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দর চ্যানেল সংলগ্ন কর্ণফুলী নদীতে কনটেইনারবাহী একটি জাহাজের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে। তবে ডুবে যাওয়া নৌযান থেকে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের অদূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমএসসি জিয়ানিনা এবং অনিমা সাইমা-২ নামে একটি দেশিয় বাল্কহেডের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জিয়ানিনা জাহাজটি বন্দরের জেটি থেকে বর্হিনোঙ্গরের দিকে যাচ্ছিল।

সংঘর্ষের বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) টাগবোট কান্ডারী-১ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া বাল্কহেড থেকে তিনজনকে উদ্ধার করেছে। ওই বাল্কহেডের ধ্বংসাবশেষের আশপাশ একটি লাল বয়া দ্বারা চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিকভাবে একটি স্পিডবোট রাখা হয়েছে, যাতে সেটি বাল্কহেডের ধ্বংসাবশেষের অবস্থান অন্যান্য জাহাজকে জানাতে পারে।

সচিব বলেন, ‘বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। আজ সকাল থেকে বন্দরের জেটিতে ১২টি জাহাজ এসেছে। শুধুমাত্র নাবিকদের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বন্দর চ্যানেলে ধ্বংসাবশেষের আশপাশ দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে।’

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম বন্দর বাল্কহেড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর