Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান।

ঢাকা: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া (৬০) মারা গেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করায় আবু নাসেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং উপস্থিত স্বজনদের সঙ্গে কথা বলেন, শান্তনা দেন।

বিজ্ঞাপন

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘‘গুলশানের যে বাড়িটিতে বিএনপির চেয়ারপারসনের অফিস, সেই বাড়িটির মালিক আবু নাসের মোহম্মদ ইয়াহিয়া। তার মতো নিবেদিতপ্রাণ একজন নেতা অকালে চলে যাওয়া দলের অপূরণীয় ক্ষতি হল।’’

এদিকে আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর