Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলায় যাতায়াতে উবারে ৫০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩০

উবার। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিবছরের মতো এবারও বছরের শুরুর দিনেই শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া মেলায় দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য এবার থাকছে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস। একইসঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। উবারের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে মেলায় যাত্রী পরিবহণ করা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিতিতে যাত্রী পরিবহণে বিশেষ ছাড় দিতে রফতানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপ ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে এমওইউ সই হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এবারের মেলায় ছাত্র আন্দোলনের ছোঁয়া থাকবে। এরইমধ্যে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। মেলা আয়োজনের সব প্রস্তুতিও শেষ হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

আয়োজকরা জানান, কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড থেকে ভাড়া ৩৫ টাকা, নারায়ণগঞ্জ থেকে ভাড়া ১২০ টাকা, নরসিংদী থেকে ভাড়া ৯০ টাকা, মেলা প্রাঙ্গণ টু গুলিস্তান ভাড়া ৮০ টাকা এবং গুলিস্তান টু নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এ বছর মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলার টিকিটের মূল্য ৫০ টাকা (জনপ্রতি) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

উবার বাণিজ্য মেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর