‘স্বাধীন’ নাহিদের সেরা বোলিং, মুগ্ধ অধিনায়ক সোহান
১ জানুয়ারি ২০২৫ ০৯:১১ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছে ২০২৪ সালেই। অল্প সময়েই বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম মূল ভরসা হয়ে উঠেছে নাহিদ রানা। এবার বিপিএলেও নিজের অবস্থান জানান দিলেন এই তরুণ পেসার। সিলেটের বিপক্ষে তার বিধ্বংসী বোলিংয়েই জয় পেয়েছে রংপুর। ম্যাচ শেষে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন, স্বাধীনভাবে খেলতে পারছেন বলেই বল হাতে নাহিদের এমন পারফরম্যান্স।
গত রাতের ম্যাচের আগে ৬টি টি-২০তে নাহিদের উইকেট ছিল মোট ৪টি। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও ৩ ওভারে ১১ রান দিয়ে দারুণ বোলিং করেছিলেন নাহিদ। দ্বিতীয় ম্যাচেই পেলেন উইকেটের দেখা। একে একে নাহিদ তুলে নিয়েছেন চার উইকেট। ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে তিনিই হয়েছে ম্যাচসেরা।
ম্যাচ শেষে সোহান বলছেন, স্বাধীনভাবে বোলিংয়ের কারণেই এই সাফল্য, ‘সে স্বাধীনভাবে বল করছে। সে অনেক দ্রুত গতিতে বোলিং করে। ওর যদি কিছু দরকার হয়, তাহলে আমাদের সাথে শেয়ার করে। আমিও এটা করি। সে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করে, ভালো করে যাওয়ার চেষ্টা করে। দল থেকে যাই চাওয়া হোক না কেনো সেটা সে দেওয়া চেষ্টায় থাকে। আমি চাই সেই এই নীতিটাই চালিয়ে যাক।’
নাহিদকে নিজের বাড়তি যত্ন নিতে হবে, এমনটাই মানছেন সোহান, ‘পেস বোলার যারাই থাকে সবারই একটা আলাদা সেটআপ থাকে। কীভাবে সে নিজের যত্ন নেবে সেই ব্যাপারে ভাবতে হবে। সে খুব ভালোভাবেই জানে এটা কীভাবে করতে হবে। বিসিবিও ফিজিও ট্রেইনাররাও বিষয়টা দেখছে। এখন আর আগের সেই দিন নেই। আমাদের পেস বিভাগ যেভাবে এগিয়ে যাচ্ছে, সবাই জানে কার কী করতে হবে।’
সারাবাংলা/এফএম