Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের শুরুতেই জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ঢাকা বিভিন্ন অঞ্চল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১১:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৪:০৭

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। ছবি: সারাবাংলা

ঢাকা: মধ্যরাত থেকে জমতে থাকা কুয়াশা পরের দিন দুপুর পর্যন্তও স্থায়ী হয় কোনো কোনো এলাকায়। বছরের শুরুর দিনে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতিও বাড়ছে। আবহাওয়া অধিদফতর বলছে, এই পরিস্থিতি থাকতে পারে আরও দুই দিন। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার (১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহণ এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

বৃহস্পতিবারের (২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময়ও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে আরও তিনি বলেছেন, এদিনগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ

আবহাওয়ার পূর্বাভাস ঘন কুয়াশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর