লেম্যানের চোখে বুমরাহই সেরা
১ জানুয়ারি ২০২৫ ১৪:১১ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৪:১৫
গত কয়েক বছর ধরেই ভারতের বোলিংয়ের মূল অস্ত্র তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও জাসপ্রীত বুমরাহ করেছেন অবিশ্বাস্য বোলিং। পুরো সিরিজজুড়ে তাকে সামলাতেই হিমশিম খেয়েছে অজি ব্যাটাররা। ম্যাকগ্রা-লি-ওয়ার্নদের মতো কিংবদন্তি বোলারদের সতীর্থ সাবেক অজি অলরাউন্ডার ড্যারেন লেম্যান বলছেন, বুমরাহই তার দেখা সেরা বোলার।
সিরিজের চার ম্যাচ শেষে ভারত ২-১ এ পিছিয়ে থাকলেও বল হাতে উজ্জ্বল বুমরাহ। ১২.৮৩ গড়ে এখন পর্যন্ত এই সিরিজে ৩০টি উইকেট নিয়েছেন বুমরাহ। দুই দল মিলিয়ে তার ধারেকাছেও কেউ নেই। ৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
২০১৩-১৪ অ্যাশেজে মিচেল জনসন নিয়েছিলেন ৩৬ উইকেট। লেম্যান বলছেন, বুমরাহর পারফরম্যান্স সেই দিনগুলোর কথাই মনে করিয়ে দিচ্ছে তাকে, ‘আমার সরাসরি দেখা সেরা বোলার সে। আমি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা ও আরও অনেককেই দেখেছি। ২০১৩-১৪ সালে অ্যাশেজে মিচেল জনসনের পর বুমরাহ মতো সিরিজে এরকম প্রভাব ফেলতে আর কাউকেই দেখিনি।’
রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই টেস্টে জয় পেয়েছিল ভারত। লেম্যান বলছেন, রোহিতের পর অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বুমরাহ, ‘আমার ধারণা রোহিতের পর সেই ভারতের অধিনায়ক হবে। পার্থে সে দারুণ নেতৃত্ব দিয়েছে। ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সে ভালো করবে।’
সারাবাংলা/এফএম