আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ৩ শিশুসহ দগ্ধ ৫
১ জানুয়ারি ২০২৫ ১২:৫৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৬
ঢাকা: ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর কয়েক জায়গা থেকে তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।
এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি দগ্ধরা হলেন- সিফান মল্লিক (১২), তাফসির(৩) সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তাদের শরীর ১ শতাংশের মতো দগ্ধ হয়েছে। তাদের চার জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, রাতে বিভিন্ন জায়গা থেকে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। এদের মধ্যর এক শিশুকে ভর্তি এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ