ইএফটি উদ্বোধন, বন্ধ হবে জাল শিক্ষক-কর্মচারীদের দুর্নীতি
১ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:৫১
ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে বছরের প্রথমদিনেই বেতন পেলেন ইনডেক্সধারী শিক্ষকরা। একই সঙ্গে এর মাধ্য়মে জলিয়াতি করে দুই প্রতিষ্ঠান থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন নেওয়া বন্ধ হবে।
বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সংশ্লিষ্টরা জানান, এখন থেকে প্রতি মাসের ১ তারিখে বেতনের এমপিও’র অংশ ঝামেলামুক্তভাবে পেয়ে যাবেন শিক্ষকরা। একই সঙ্গে ইএফটি কার্যক্রম চালু হওয়ায় জাল শিক্ষক- কর্মচারী, দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বেতন-ভাতা নেওয়া শিক্ষক-কর্মচারী চিহ্নিত করা সম্ভব হবে।
পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকের সঠিক সংখ্যা জানা যাবে। তাছাড়া চাকরিজীবন শেষে শিক্ষার্থীদের অবসর সুবিধার অর্থ তুলতেও সুবিধা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ