Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ ওয়ার্ডে চাল-আটা বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৬:০২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

বুধবার চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চাঁদমারী মাঠ সংলগ্ন স্থানে চাল-আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন- ছবি সারাবাংলা

চুয়াডাঙ্গা: জেলা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি বিক্রয় কেন্দ্রে সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে।

বুধবার (১ জানুয়ারী) সকালে চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চাঁদমারী মাঠ সংলগ্ন স্থানে চাল-আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী।

বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে। কোন অবস্থাতেই ক্রেতার কাছ থেকে বেশী মূল্য নেয়া যাবে না। বেশী মূল্য নিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সভায় জানানো হয়, একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা খোলা বাজার থেকে কিনতে পারবেন। একজন ডিলার সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা বিক্রির বরাদ্দ পাবেন।

এর আগে গত ২০২৪ সালের ২৬ ডিসেম্বর লটারীর মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ জন ওএমএস ডিলার নির্বাচিত করা হয়। ওএমএস ডিলাররা হলেন ১নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে জাফর আহম্মেদ, ৩নং ওয়ার্ডে শাহানাজ সুলতানা জলি, ৪নং ওয়ার্ডে হাসিবুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেক কামাল হোসেন, ৬নং ওয়ার্ডে সবুজ আলী, ৭নং ওয়ার্ডে সোহেল আহমেদ মালিক, ৮নং ওয়ার্ডে শাহানাজ মামুন ও ৯নং ওয়ার্ডে আকরামুজ্জামান।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার (উপ-পরিচালক স্হানীয় সরকার বিভাগ), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

খোলা বাজারে চাল-আটা বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর