নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
‘অস্ট্রেলিয়াই ভয় পাবে যে বাংলাদেশ তাদের গ্রুপে’
১ জানুয়ারি ২০২৫ ১৭:১৬
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া উড়াল দেওয়ার আগে অফিশিয়াল ফটোশুট করেছে বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার বলছেন, কোনো প্রতিপক্ষকেই ভয় পাচ্ছেন না তারা। গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই বরং বাংলাদেশকে ‘ভয়’ পাচ্ছে, এমনটাই দাবি সুমাইয়ার।
মালয়েশিয়াতে অনুষ্ঠিত এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলার আগে শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে চার ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপের ভেন্যুতে পা রাখবেন সুমাইয়ারা। বিশ্বকাপে যাওয়ার আগে আজ অফিশিয়াল ফটোশুট করেছে বাংলাদেশ দল।
গ্রুপে বাংলাদেশের বড় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুমাইয়া বলছেন, বাংলাদেশ নয়, ভয় পাওয়া উচিত অজিদেরই, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।’
প্রতিটা ম্যাচকেই আলাদা গুরুত্ব দেবে বাংলাদেশ, জানালেন সুমাইয়া, ‘আমরা বেশি দূরের কথা ভাবি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো।দলের শক্তির জায়গাটা আমরা জানি। আমরা যদি আমাদের কাজটা করতে পারি, নিজেদের শক্তি নিয়ে লড়তে পারে, ভালো কিছুই হবে।’
সারাবাংলা/এফএম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ অস্ট্রেলিয়া বাংলাদেশ সুমাইয়া আক্তার