Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৬ বছর ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৭:৫১

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালি। ছবি: সারবাংলা।

যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা ছাত্রদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের তিন প্রজন্ম তাদের জীবন-জীবিকা, নিজের ক্যারিয়ার- বাবা মায়ের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। অপরদিকে অন্য ছাত্রসংগঠন নিজেদের ক্যারিয়ারের জন্য প্রকাশ্যে ছাত্র রাজনীতি না করে অন্য ছাত্রসংগঠনের লেজুড়বৃত্তি ও নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকরিতে অবস্থান করে নিয়েছে। তখন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, যশোরে ছাত্রদলের কবির হোসেন পলাশ জীবন দিয়েছেন। শহিদ মাসুদুজ্জামান প্রিন্সের রক্তাক্ত পথ বেয়ে আমরা নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে চূড়াস্ত বিজয় লাভ করেছিলাম। সর্বশেষ জুলাই-আগস্টের বিপ্লবে ছাত্রদলের শতাধিক কর্মী জীবন দিয়েছেন। ছাত্রদল কখনো আন্দোলনের সফলতার কৃতিত্ব দাবি করেনি। নিজেদের জাহির করেনি। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছে।’

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, হাবিবুল ইসলাম কচি, প্রকৌশলী রবিউল ইসলাম, নাজমুল হোসেন বাবুল ও মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

বিজ্ঞাপন

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতাকর্মীরা প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

সারাবাংলা/এসআর

অনিন্দ্য ইসলাম অমিত ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর