Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ পিলারের ওপর নির্মিত হবে মোংলা সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:২৫

মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: মোংলা নদীর দুই পাড়ে দুই পিলারের ওপর নির্মিত হবে সেতু। নির্বিঘ্নে নৌ যান চালাচলের জন্য নদীর ২০০ মিটার ফাঁকা রেখে নির্মাণ হবে ‘মোংলা সেতু’। চলতি বছরেই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি নির্মাণ হলে জনদুর্ভোগ নিরসন হবে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলার দিগরাজে সড়ক ও জনপথের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় সড়ক ও জনপথের খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামিণিক, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম, সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ-চার এর প্রকৌশলী স্বপ্ন বেগম, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীসহ স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন।

সভায় জানানো হয়, মোংলা নদীর মাঝে ২০০ মিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্তে চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও সভায় জানায় সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি নির্মাণ হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।

প্রসঙ্গত, প্রতিদিন এই নদীর ওপর দিয়ে অন্তত ৫০ হাজার মানুষ নদী পারাপার হয়ে থাকেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বাগেরহাট মোংলা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর