বৈষম্য বিরোধের নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে : জিএম কাদের
১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪
ঢাকা : বৈষম্য বিরোধের নামে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, সরকার দেশের মানুষকে দুই ভাগে ভাগ করেছে। একপক্ষ হচ্ছে বৈষম্য বিরোধী, আর অপর পক্ষকে বানানো হচ্ছে ফ্যাসিস্ট। এভাবে দেশের ৫০ ভাগ মানুষকে বৈষম্য বিরোধের বিপক্ষে দাঁড় করিয়ে তাদের উপর মব জাস্টিস, বাড়ীঘর লুটপাট ও মিথ্যা মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে তাদের ধ্বংস করার পায়তারা চলছে।
বুধবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে দলের কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ প্রেসিডিয়াম সদস্য আব্দুর সবুর আসুদ, জহিরুল হক রুবেল, ভাইস চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সমানে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে পুরানা পল্টন মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সব দলকে সঙ্গে নিয়ে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে কি না- এ বিষয়ে সংশয় প্রকাশ করে জিএম কাদের বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় নেই। সামনে আরেকটি যুদ্ধ যুদ্ধ ভাব আশঙ্কা করছি। দেশে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সমাবেশ থেকে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ সকল হত্যার বিচার দাবি করে জিএম কাদের বলেন, সংবিধান আমাদের রাজনীতি করার ও কথা বলার অধিকার দিয়েছে। আমাদের উপর কেউ হামলা করলে রক্ষা করার দায়িত্ব সরকারের। অথচ এখানে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তারা সে দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলে মনে হয় না।
তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পুলিশও মৌখিকভাবে আলোচনাসভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু দু:খের বিষয়, মঙ্গলবার রাতে পুলিশ জানিয়ে দেয় যে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সেখানে সভা বা সমাবেশ করা যাবে না। অথচ বর্তমান সরকারকে আমরা সমর্থন দিয়েছি এবং সরকারকে সহায়তা করারও আশ্বাস দিয়েছি।
সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, স্বাধীনতা যুদ্ধ হয়েছে বলে দেশ স্বাধীন হয়েছে। তাই আজ বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্রে রয়েছে। আজ স্বাধীনতা যুদ্ধ নিয়েও বিতর্ক। কিন্তু কেন এই বির্তক?
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি খুবই ভাল মানুষ। আপনার লোভ-লালসা নেই। বিশ্বের দরবারে এবং দেশের মধ্যে আপনার অনেক সুনাম। এ সুনাম ধরে রেখে কারো দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/আরএস