Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব পাঠানোর নামে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:৪৪

সৌদি আরবে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মানববন্ধন হয়েছে

টাঙ্গাইল: জেলার সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আনুহেলা এলাকায় সৌদি আরবে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারক দালাল আল আমিন তাদের কাছ থেকে ৩২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার আনুহলা বাজারে টাকা উদ্ধারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগম, হালিমা বেগম, সোহরাব আলী, মাইনুদ্দিন, হুগরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজনু মৃধা, ইউপি সদস্য জমেলা বেগম, সাবেক পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্বা আব্দুর রশীদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সৌদি আরবের পাঠানোর কথা বলে আট জনের কাছ থেকে মোট ৩২ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং ১০টি ব্ল্যাংক চেক নেয় আল আমিন। আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত টাকাগুলো ফেরত চাই। টাকা হাতিয়ে নেওয়া আল আমিন একজন প্রতারক দালাল।

তারা আরও জানান, আল আমিনের নামে টাঙ্গাইল সদর থানা একাধিক মামলা করলেও এখনো তাকে গ্রেফতার করেনি পুলিশ।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল মানববন্ধন সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর