ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাসের সরবরাহ বন্ধ
১ জানুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২৩:৪২
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন বছর শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে তিন দশকের বেশি সময় ধরে চলা এই ব্যবস্থার সমাপ্তি ঘটলো।
বুধবার (১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গ্যাজপ্রম।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়াকে ‘নিজেদের রক্ত দিয়ে অতিরিক্ত বিলিয়ন ডলার আয়ের সুযোগ দেবে না’।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইইউ এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং অধিকাংশ দেশ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। তবে ইইউর বাইরে থাকা মলদোভা ইতোমধ্যে গ্যাস সংকটে ভুগছে।
রাশিয়া এখনও তুরস্ক, হাঙ্গেরি ও সার্বিয়ায় কৃষ্ণ সাগরের তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে পারবে।
২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু পর থেকে রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে ইইউ। তবে বেশ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র এখনো সরবরাহের ওপর নির্ভরশীল।
সারাবাংলা/এইচআই