Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনাকে ফেরত আনা ও অন্যান্য স্বার্থ নিয়ে আলোচনা চলবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২০:৫১ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার পাশাপাশি অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেটাও চলবে।’

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে। এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে। নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।’

জুলাই অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে দেশের বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাব।’

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, সেখানের গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা, এটা না হলে তারা ফেরত যেতে রাজি হবেন না।’

বিজ্ঞাপন

চীন সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি চীনে যাচ্ছি। চীনারা যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার। তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না।’

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে দিল্লিতে রয়েছেন। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে একাধিক মামলা হয়। এখন বিচারকাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আলোচনা টপ নিউজ ফেরত শেখ হাসিনা স্বার্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর