ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের সাম্রাজ্যবাদবিরোধী সংহতি মিছিল
১ জানুয়ারি ২০২৫ ২২:১৩
ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ডিস্মেবর) বিকেলে জেলার রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর ট্রাঙ্কপট্টি, ছোটবাজার, দূর্গাবাড়ী, গাঙিনারপাড়, নতুন বাজার, ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত দেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, সহ-সভাপতি নাঈম হাসান, সাধারণ সম্পাদক শিপন হৃদয়, দফতর সম্পাদক লিজু আহমেদ শ্রাবন।
মিছিলে বক্তারা বলেন, ১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামের সংগ্রামী ছাত্র-জনতার প্রতি সংহতি জানিয়ে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি মিছিল বের করলে পুলিশ গুলি চালিয়ে দুজন ছাত্র ইউনিয়ন নেতাকে হত্যা করে। সেই সময় থেকে প্রতি বছর ছাত্র ইউনিয়ন সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ছাত্র ইউনিয়ন সাম্রাজ্যবাদবিরোধী সংহতি মিছিল করে।
এ সময় বিভিন্ন ছাত্র, রাজনৈতিক সংগঠন ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই