Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

স্পেশাল করেসপডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২৩:২৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৩

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

ঢাকা: সারা দেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইফার মহাপরিচালক (জেলা জজ) আ. ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের শুভ উদ্বোধন করেন।

নতুন বছরের প্রথমদিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকী এক হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত।

বিজ্ঞাপন

এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ জেআর/ এইচআই

ইসলামিক ফাউন্ডেশন বই বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর