Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, সাতক্ষীরায় ৪ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২৩:৪০ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২৩:৫৬

ভেকু দিয়ে ইটভাটাটি ধ্বংস করা হয়

ঢাকা: পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করায় সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

বুধবার (১ জানুয়ারি) পরিবেশ অধিদফতর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ লাইন্স ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

একইদিনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আর এল বি ব্রিক-২ নামক অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দিয়ে ইটভাটাটি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদফতর ফেনী জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযানে অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদফতর জানিয়েছে।

সারাবাংলা/ জেআর/ এইচআই

ইটভাটা ফেনী সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর