Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৩১

নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ দুই জন নিহত। ছবি: সংগৃহীত

নওগাঁ: জেলার মহাদেবপুরে একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে বাসের এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও কয়েকজন।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা খুন্তি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। নিহত মোশারফ হোসেন পেশায় বাসের সুপারভাইজার ও আফতাব হোসেন স্বাস্থ্যকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী হতে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশারফ হোসেন নিহত হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আফতাবের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনজার্চ (ওসি) হাসমত আলী বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নওগাঁ বাসৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর