Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২৩:৫৯

প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

মুন্সীগঞ্জ: জেলায় পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, পরিবেশের ছাড়পত্র নবায়ন না করেই তারা ফ্যাক্টরি পরিচালনা করে আসছে। তাছাড়া ফ্যাক্টরিতে যত্রতত্র বর্জ্য ফেলে রাখা ও নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখা হয়েছে।

জেনারেল ম্যানেজার মো. আতাউল গনিকে পরিবেশের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা, যত্রতত্র বর্জ্য ফেলে রাখায় ৫০ হাজার টাকা ও নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখায় আরও ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন পরিবেশ সংক্রান্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এ ব্যাপারে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে পরিবেশের ছাড়পত্র বিহীন ফ্যাক্টরি পরিচালনা, যত্রতত্র বর্জ্য ফেলে রাখা ও নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখায় কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো. আতাউল গনিকে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা অর্থদণ্ড আদায় করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত ।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ আদালতের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর