Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় জিডি করে গ্রাহকরা ফিরে পেলেন ৮১ মোবাইল ফোনগ্রাহকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ০৩:৪৭

মেহেরপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বুধবার গ্রাহকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছবি: সারাবাংলা

মেহেরপুর: থানায় কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেই গ্রাহকরা ফিরে পাাচ্ছেন হারানো মোবাইল ফোন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে ভুলে পাঠিয়ে দেওয়া টাকাও ফেরত পাচ্ছেন গ্রাহকরা।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলায় হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার।

পুলিশ সুপার মাকসুদা আকতার বলেন, গত কয়েক মাসে জেলার দুই উপজেলা মুজিবনগর ও সদর থানায় ৮১টি মোবাইল ফোন হারিয়ে যায়। ভুক্তভোগীরা হারানো মোবাইল ফোন ফিরে পেতে সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। হারানো মোবাইল ফোন উদ্ধারে মাঠে নামে জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম দিন বুধবার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো ফিরিয়ে দিতে এগুলোর মালিকদের পুলিশ সুপার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এরপর মোবাইলগুলো ফিরিয়ে দেওয়া হয় যার যার গ্রাহকের হাতে।

স্বাভাবিকভাবেই হারানো ফোনগুলো ফিরে পেয়ে ভীষণ খুশি ভুক্তভোগীরা। তারা মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপারকে।

পুলিশ সুপার মাকসুদা বলেন, ফোন হারিয়ে গেলে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলে অন্য কোথাও টাকা চলে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করুন। পুলিশ আপনাদের ফোন ফিরিয়ে দিতে কিংবা ভুল করে অন্য কোথাও চলে যাওয়া টাকা উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর