Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ০৮:৪২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৩০

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্য হয়েছে বলে দাবি স্বজনদের।

বুধবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে গাবতলি দ্বীপনগর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মুকুলের ভাই রব্বানী শেখ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামে। তার বাবার নাম দুলাল শেখ। বর্তমানে গাবতলী দ্বীপনগর এলাকায় থাকেন তারা। গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্ট বহনের কাজ করেন।

তিনি আরো জানান, রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। তখন হঠাৎ করে ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা করে। অন্ধকারে তাদেরকে এলোপাতাড়ি পিটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত মুকুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামে তাদের জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে তাদেরকে সেই প্রতিপক্ষ মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করতেন মুকুল ও রব্বানী। এখানকার ঠিকানা বের করে প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হাকিম, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০/১২ জন মিলে রাতে তাদের ওপর হামলে করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গাবতলী এলাকা থেকে এক যুবককে স্বজনরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিবিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সাারাবাংলা/এসএসআর/এমপি

জমি সংক্রান্ত বিরোধ পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর