১২৯২১ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ৯ প্রস্তাব অনুমোদন
২ জানুয়ারি ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
ঢাকা : রাষ্ট্রীয় চুক্তির (জি-টু-জি) আওতায় সাতটি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে পাঁচ ক্যাটাগরির ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ ৯টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৯২১ কোটি ৬৫ লাখ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয় যে, বৈঠকে চলতি নতুন বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য সাতটি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে (থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল) পাঁচ ক্যাটাগরির ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল), ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন জেট এ-১ ফুয়েল, ৭৫ হাজার মেট্রিক টন মোগ্যাস (অকটেন), ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল রয়েছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রায়ত্ত চুক্তির আওতায় কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে তিন ক্যাটাগরির মোট ১ লাখ মেট্রিক টন সার (৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার) আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এর মধ্যে কাতার এনার্জি মার্কেটিং থেকে প্রতি মেট্রিক টন ৩৫৪ দশমিক ৬৭ ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা; সৌদি আরবের মা’ডেন থেকে প্রতি মেট্রিক টন ৬১৭ ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা এবং মরক্কোর ওসিপি এসএ থেকে প্রতি মেট্রিক টন ৪৪০ ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রয়ের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক স্থানীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সা) এবং ৯৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (প্রতি কেজি ৯৪ টাকা ৯৫ পয়সা) কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে রেলওয়ের দুটি প্রকল্পের (সিলেট-ছাতক ও ঢাকা-নারায়ণগঞ্জ) দুটি প্যাকেজ কাজ সম্পাদনে দুটি পৃথক প্রস্তাবে ঠিকাদার নিয়োগ এবং ইজিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কন্ট্রাক্টর নিয়োগে জি-টু-জি সরাসরি ক্রয়ের পরিবর্তে প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে নিয়োগ দেওয়ার বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরএস