Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ, চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে বিস্ফোরিত টেসলার সাইবারট্রাক। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের শহর লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে বুধবার (১ ডিসেম্বর) একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়। এ ঘটনায় চালকের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বরাতে জানা গেছে।

বিস্ফোরণের ঘটনাটি ঘটে নিউ অরলিন্সে নতুন বছরের উদযাপনকারীদের ওপর ট্রাক হামলার কয়েক ঘণ্টা পর। নিউ অরলিন্সের ওই ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাটির কেন্দ্র সাইবারট্রাক এবং ট্রাম্প হোটেল, সেহেতু অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি।’

এফবিআই বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্টজ জানান, ‘বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়। আমাদের লক্ষ্য এর প্রকৃতি নির্ধারণ করা এবং জনগণকে সঠিক তথ্য জানানো।’

অন্যদিকে টেসলার সিইও ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স-এর পোস্টে জানান, ‘বিস্ফোরণটি সাইবারট্রাকের সাথে সম্পর্কিত নয়। আমাদের তদন্তে নিশ্চিত হওয়া গেছে বিস্ফোরণটির কারণ ছিল ট্রাকে থাকা বড় আকারের আতশবাজি বা বোমা।’

ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হোটেলটি সাময়িকভাবে খালি করা হয়েছে এবং অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, নিউ অরলিন্সে ব্যবহৃত ট্রাকটিতেও একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। উভয় ঘটনায় ব্যবহৃত যানবাহনগুলো কার-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টুরো’ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

টুরো জানিয়েছে, ভাড়া নেওয়া ব্যক্তিদের কোনো অপরাধমূলক পটভূমি নেই যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করতে পারে।

ঘটনাটির তদন্ত চলছে এবং এটি সন্ত্রাসী হামলা কিনা তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) কাজ চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এনজে

টেসলা ট্রাক ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল নিহত বিস্ফোরণ লাস ভেগাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর