Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিভালভার-গুলিসহ বিকাশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২০:০২

বাঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে বিদেশি রিভালভার, দুই রাউন্ড গুলি, রামদা-চাইনিজ কুড়ালসহ স্থানীয় বিকাশ বাহিনীর প্রধান খালেদ হাসান ওরফে বিকাশকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, বুধবার দিবাগত রাতে বাঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকাশ মধ্য বাঘড়া এলাকার কাশেম মোড়লের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

ওসি জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় বিকাশের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

গ্রেফতার বিকাশ বাহিনীর প্রধান খালেদ হাসান মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর