অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আমন্ত্রণে পাকিস্তান সফরে হাফিজ
২ জানুয়ারি ২০২৫ ২১:৪৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ২২:১০
ঢাকা: ‘কমিশন ডে’ উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, পাকিস্তান সামরিক বাহিনী ‘১৬-ওয়ার কোর্স’-এর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন। ইতোমধ্যে ২৯ ডিসেম্বর করাচি এবং ৩১ ডিসেম্বর রাওলপিন্ডি দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এসব অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলসহ সামরিক বাহিনীর শতাধিক অফিসার অংশ নেন। অনুষ্ঠানে হাফিজ উদ্দিনের আহমেদের হাতে শুছেচ্ছা স্মারক তুলে দেন পাকিস্তান সেনাবাহিনীর প্লাটুন কমান্ডার (অব.) জেনারেল রাহাত ভাট্টি।
উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তান সেনাবাহিনীর ‘১৬-ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন।
সারাবাংলা/এজেড/এইচআই