খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২১:৫৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ২২:১৯
২ জানুয়ারি ২০২৫ ২১:৫৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ২২:১৯
ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গুলশানে বাসায় আসেন। এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।
সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান।
সারাবাংলা/এজেড/পিটিএম