Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধীদের ওপর হামলায় আহত ৮, দুজন আইসিইউতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২২:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ০১:০৫

আহত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

খুলনা: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আট শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ৮টায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আহতরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী, নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমিসহ আট জন। এরমধ্যে সাদিয়া ও দিয়াকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, ‘অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরানকে টেনে নিয়ে মারধর করে। নাজমুলকে রক্ষা করতে গেলে আমাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এরা আমাদের নারী সহযোদ্ধাদের ওপরও হামলা চালিয়েছে।’

এ বিষয়ে সোনাডাঙা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শুনেছি তারা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’

সারাবাংলা/এইচআই

খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর