Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভর্তিতে পোষ্য কোটা বাতিল: উপাচার্য

রাবি করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য

রাজশাহী: শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) বর্ষের ভর্তি পরীক্ষায় সকল পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে দুই উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ছয় শিক্ষার্থী প্রতিনিধির এক জরুরি সভায় এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি এক শতাংশ পোষ্য কোটা রাখার পক্ষে নই। আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে রাবিতে আর পোষ্য কোটা থাকছে না। তবে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিলের ঘোষণা করা হবে। আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি আমার দায়িত্বপালনকালে এই পোষ্য কোটা আর ফেরত আসবে না।’

পরে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৯টা ৫০ মিনিটের দিকে দুই উপ-উপাচার্যসহ প্রশাসনের প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হন। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বের হতে থাকলে তাদের কটাক্ষ করে স্লোগান দেন শিক্ষার্থীরা।

এর আগে, ভর্তি পরীক্ষায় সবধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এদিন সকাল পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান।

কিন্তু কিছু কর্মকর্তা-কর্মচারী বের হয়ে গেলেও অনেকে বের হননি। পরে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উপাচার্য টপ নিউজ পোষ্য কোটা বাতিল ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর