Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ হামলায় জব্বার একাই জড়িত: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ২৩:২৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

হামলাকারী শামসুদ-দীন জব্বার

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে হামলার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করেছিলেন তদন্তসংশ্লিষ্টরা। তবে এখন তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী শামসুদ-দীন জব্বার (৪২) একাই এই ঘটনার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদেনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে এফবিআইয়ের বরাত দিয়ে বলা হয়, খ্রিষ্টীয় বর্ষবরণের দিনে বিখ্যাত বোর্ন স্ট্রিটে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে দিয়েছিলেন জব্বার। এ ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-আমেরিকায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, নিহত ১৫

এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন।

নিউ অরলিন্স হামলায় জড়িত সন্দেহভাজন সামসুদ্দিন জব্বার টেক্সাসের হিউস্টনে বাস করতেন। তিনি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গিয়েছে।

মার্কিন সেনাবাহিনীতে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মানব সম্পদ ও আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তিনি চাকরিচ্যুত হওয়ার আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন।

২০২০ সালে আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি রিয়েল এস্টেটেও কাজ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। কেননা তার কাছ থেকে ২০২১ সালে মেয়াদ উত্তীর্ণ হওয়া একটি রিয়েল এস্টেটের লাইসেন্স পাওয়া গিয়েছে।

বিজ্ঞাপন

সামসুদ্দিন জব্বার এর আগে টেক্সাসে দুটি মামলায় গ্রেফতার হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ২০০২ সালে চুরি এবং ২০০৫ সালে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনি জরিমানা ও প্রোবেশন পেয়েছিলেন।

সারাবাংলা/এইচআই

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ হামলা হামলাকারী শামসুদ-দীন জব্বার