Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটুনি

চবি করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২৩:৩৬

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেঘ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে চবির কলা ঝুপড়ির পেছনে তাকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার নাম আপন ইসলাম মেঘ। তিনি ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক ছিলেন। ক্যাম্পাসের উপগ্রুপ সিএফসির অনুসারী ছিলেন মেঘ।

জানা গেছে, মেঘ তার চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে কলা অনুষদ থেকে বেরিয়ে জারুলতলার সামনে এলে তার গতিরোধ করে কলা ঝুপড়ির পিছনে নিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। পরে সেখানে তাকে মারধর করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মেঘ অচেতন হয়ে পড়ে আছেন। এ সময় ছাত্রদলের কর্মীদেরকে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাত্রলীগ নেতা মেঘকে উদ্ধার করে।

চবি শাখা ছাত্রদল কর্মী প্রাণীবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রেদোয়ান নিজেকে একজন ভুক্তভোগী হিসেবে দাবি করে বলেন, ২০১৯ সালে ছাত্রলীগ নেতা মেঘ আমার মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমাকে গেস্ট রুমে নিয়ে মারধর করে। আমাকে মেরে এক পর্যায়ে হল থেকে বের করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সারাবাংলাকে বলেন, ‘সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা আশঙ্কা করছি তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। আমরা প্রশাসনকে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের অত্যাচারে আমাদের অনেক কর্মীদের ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন তারা পরীক্ষা দিতে আসতে পারেনি, ক্লাস করতে পারেনি। কিন্তু আজ ছাত্রলীগের ওরা কোন সাহসে ক্যাম্পাসে আসে তা আমরা বুঝতে পারছি না।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, যাকে আজ মারা হয়েছে, সে পরীক্ষা দিতে এসেছিল। একদল শিক্ষার্থী তার ওপর প্রতিশোধ নিতেই মেরেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে ট্রিটিমেন্ট দিয়ে বাসায় পৌঁছে দেয়।’

সারাবাংলা/এমআর/পিটিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিটুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর