Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
নতুন বইয়ের ঘ্রাণ

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ০৮:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৭:২০

আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাত্রা। কেউ আবার এবারই প্রথম স্কুলে যাচ্ছে। তাই কুয়াশা ভেদ করে শীত সকালে স্কুলে এসে মিলেছে কোমল শিশুপ্রাণ। সকলের চোখে-মুখে তৃপ্তির হাসি। কারণ, বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতবে তারা। যদিও জুলাই গণঅভ্যুত্থানের কারণে বই ছাপাতে দেরি হওয়ায় প্রতিবছরের মতো এবার বই উৎসব হয়নি। কিন্তু প্রতিটি ক্লাসের জন্য দুয়েকটি করে বই তো সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে অনলাইনেও দিয়েছে প্রতিটি বইয়ের ‘সফট ভার্সন’।’ কিন্তু নতুন বইয়ের ঘ্রাণ শুকে বুকে জড়িয়ে ধরার মধ্যে আলাদা এক অনুভূতি কাজ করে। সেজন্য উচ্ছ্বলতা নিয়ে সবাই হাজির স্কুলে। এক পর্যায়ে ঘোষণা আসে নতুন বই দেওয়া হবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা মাতে বাঁধভাঙা উল্লাসে। এর পর সবার হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন বছরের নতুন বই। ঢাকার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের সেই ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৯

সশস্ত্র বাহিনী দিবস আজ
২১ নভেম্বর ২০২৫ ১০:৩৫

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন