Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন-আশিক

ঢাবি করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ০০:৩৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

(বাঁ থেকে) ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক কাজী আশিক। ছবি কোলাজ: সারাবাংলা

২০২৪-২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি পদে এস এম ফরহাদ, সেক্রেটারি পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী আশিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২রা জানুয়ারি) কেন্দ্রীয় শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবির ঢাবি শাখার জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন হয়েছে। এ ছাড়া সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে।

২ জানুয়ারি রাত ৯টায় ছাত্রশিবির ঢাবি শাখার সদস্যদের উপস্থিতিতে শহিদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতির সই করা ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। ভোট গণনা শেষে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত সভাপতি হিসেবে এস এম ফরহাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান তিনি।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ নেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি ও কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন তিনি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাবি শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআইএন/টিআর

ইসলামী ছাত্রশিবির ঢাবি ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর