চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির এক নেতাকে বাড়ির সামনে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মীর আরমান হোসেন (৪৮) জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সন্ধ্যায় মীর আরমান তার বাড়ির সামনে কালভার্টের কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।